Loading...
তুষার কর
লেখকের জীবনী
তুষার কর (Tushar Kor)

তুষার কর জন্ম ১৯৫০ সালের ৫ ডিসেম্বর, পিতার কর্মস্থল সিলেটের শ্যামল । নিসর্গ শশাভিত জাফলং চা বাগানে।। পৈতৃকনিবাস মৌলভি বাজার জেলার কুলাউড়া উপজেলার করের গ্রামে। বর্তমানে সিলেট শহরের বাসিন্দা। প্রাথমিক শিক্ষা জাফলংয়ের বিদ্যালয়ে। পরে রাজা গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয়, মদনমােহন কলেজ ও মুরারিচাঁদ কলেজে। তিনি একজন মুক্তিযোেদ্ধা। মুক্তিযুদ্ধ চলাকালে তাঁর সম্পাদনায় সাপ্তাহিক ‘দুর্জয় বাংলা’ প্রকাশিত হয়। বিংশ শতকের সাতের দশক থেকে লেখালেখি করলেও একমাত্র প্রকাশিত কিশাের কবিতার বই আমার কিছু কথা আছে। একটি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। বর্তমানে অবসরে। প্রথম লেখা ‘দৈনিক সংবাদ-এ ছাপ হয়।