তায়িব অনন্ত এত দিন লেখেননি কেন? - ইচ্ছে করছিল না। এখন লিখছেন কেন? - ইচ্ছে করছে না বলেই হয়তো! এই হচ্ছেন লেখক। ইচ্ছেঘুড়ি ওড়ান; বিভ্রান্তিতে জড়ান। আর তা সেই ছোট্টটি থেকেই। চট্টগ্রাম ইস্পাহানী স্মৃতি বিদ্যালয়ে প্রেমে পড়েছিলেন এক সিনিয়র আপুর। ফল? পরিবার আর সমাজের ঘাড়ধাক্কায় রাজধানীতে ছিটকে পড়া। এরপর কৈশোরের আশ্রয় খুঁজতে চেয়েছেন গিটারের ছয় তারে আর গানের সুরে সুরে। পারেননি। তারুণ্যে হতে চেয়েছিলেন ক্রিকেটার। পারেননি তাও। অতঃপর ক্রীড়া সাংবাদিকতা। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারতসহ বেশ কিছু দেশে টাইগারদের পিছু ছোটা। ২০১৭ সালে সব ছেড়ে সব পাওয়ার আশায় পাড়ি জমিয়েছিলেন সিডনিতে। মন বসেনি। ফিরেছেন তাই পুরনো চেনা ভুবনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স-মাস্টার্স করা লেখক প্রথম উপন্যাস লিখেছেন বাংলায়। পৃথিবী এমনই, এখানে হিসাব মেলাতে যাওয়া বোকামি! তার চেয়ে ভোকাট্টা হবে জেনেও ইচ্ছেঘুড়ি ওড়ানোই কি ভালো নয়!