Loading...
সৈয়দ আহসান কবীর
লেখকের জীবনী
সৈয়দ আহসান কবীর (Syed Ahsan Kabir)

সৈয়দ আহসান কবীর। স্কুল জীবন থেকে লেখালেখি শুরু। শব্দসাধনা যার আরাধ্য। কবিতার পাশাপাশি লেখেন গল্প, উপন্যাস, প্রবন্ধ। তার কলমে জেগে উঠেছে গীতিকবিতাও। তার লেখা কথা বলে মাটি ও মানুষের। আলো ও কালোর ফারাক নিয়ে করেন সময়ের ব্যবচ্ছেদ। রূপ, চিত্রকল্প তার কবিতার পাশাপাশি গল্প-কাহিনীতেও ধরা দেয়। বর্তমানে ‘যশোর সাহিত্যের একাল-সেকাল’ নিয়ে কাজ করছেন। সৈয়দ আহসান কবীরের রয়েছে 'হৃদয়ের সিন্কহোল (কাব্যগ্রন্থ), ‘অথচ পাখিরা ডানা মেলে দেয়’ (কাব্যগ্রন্থ), গল্পরা কথা বলে (গল্পগ্রন্থ) পাঠিকা-পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। ‘সুখাদ্যে রুচি নেই, আমি এখন আগুন খাবো’ কিংবা ‘মন তোর ডানা নেই, স্বপ্নরা তাই বুঝি পাখি হয়েছিলো’ পঙক্তির মতো অজস্র কবিতার লাইন পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। ‘শব্দবারুদের কবি' হিসেবেও খ্যাত তিনি। সৈয়দ আমানত আলী ও মিসেস মনোয়ারা বেগমের কনিষ্ঠ সন্তান এই কবি ও কথাসাহিত্যিক। যশোর জেলায় ১৯৮৪ সালের ২ মার্চ তার জন্ম। রাষ্ট্রবিজ্ঞানে করেছেন এমএসএস। পেশায় সাংবাদিক। বর্তমানে দেশের স্বনামধন্য বেসরকারি গণমাধ্যম এনটিভির অনলাইন সেকশনে সহকারী বার্তা সম্পাদক হিসেবে কর্মরত। সৈয়দ আহসান কবীর। স্কুল জীবন থেকে লেখালেখি শুরু। শব্দসাধনা যার আরাধ্য। কবিতার পাশাপাশি লেখেন গল্প, উপন্যাস, প্রবন্ধ। তার কলমে জেগে উঠেছে গীতিকবিতাও। তার লেখা কথা বলে মাটি ও মানুষের। আলো ও কালোর ফারাক নিয়ে করেন সময়ের ব্যবচ্ছেদ। রূপ, চিত্রকল্প তার কবিতার পাশাপাশি গল্প-কাহিনীতেও ধরা দেয়। বর্তমানে ‘যশোর সাহিত্যের একাল-সেকাল’ নিয়ে কাজ করছেন। সৈয়দ আহসান কবীরের রয়েছে 'হৃদয়ের সিন্কহোল (কাব্যগ্রন্থ), ‘অথচ পাখিরা ডানা মেলে দেয়’ (কাব্যগ্রন্থ), গল্পরা কথা বলে (গল্পগ্রন্থ) পাঠিকা-পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। ‘সুখাদ্যে রুচি নেই, আমি এখন আগুন খাবো’ কিংবা ‘মন তোর ডানা নেই, স্বপ্নরা তাই বুঝি পাখি হয়েছিলো’ পঙক্তির মতো অজস্র কবিতার লাইন পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। ‘শব্দবারুদের কবি' হিসেবেও খ্যাত তিনি। সৈয়দ আমানত আলী ও মিসেস মনোয়ারা বেগমের কনিষ্ঠ সন্তান এই কবি ও কথাসাহিত্যিক। যশোর জেলায় ১৯৮৪ সালের ২ মার্চ তার জন্ম। রাষ্ট্রবিজ্ঞানে করেছেন এমএসএস। পেশায় সাংবাদিক। বর্তমানে দেশের স্বনামধন্য বেসরকারি গণমাধ্যম এনটিভির অনলাইন সেকশনে সহকারী বার্তা সম্পাদক হিসেবে কর্মরত।