সুস্মিতা নাজনীন মিলি। জন্ম ২৬ মার্চ ব্রাহ্মণবাড়ীয়া শহরে। পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলাধীন পানিশ্বরের শাখাইতি মােল্লা বাড়ি। পিতা মরহুম মাে. নজরুল ইসলাম একজন সরকারি কর্মকর্তা ছিলেন। মাতা রেজিয়া খাতুন। পাঁচ ভাই তিন বােনের মধ্যে তিনি পঞ্চম। সাবেরা সােবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ব্রাহ্মণবাড়ীয়া সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম সিটি কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামের ইতিহাসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। টুকরাে টুকরাে জীবনকথা লেখিকার প্রথম গল্পগ্রন্থ। তার লেখার উপজীব্য সামাজিক জীবনের কথকতা। সুক্ষ দৃষ্টিতে দেখা সামাজিক সংগতি-অসংগতিগুলাে তিনি নিজস্ব ভাষায় তাঁর গল্পে তুলে এনেছেন। লেখিকার সরকারি কর্মকর্তা স্বামী সাইদুর রহমান ভূঞাও একজন লেখক। তিনি রহমান সাঈদ নামে লেখেন। দুই কন্যা-রিশতা ও সঞ্চারী এবং পুত্র সাক্ষরকে নিয়ে তাঁর নিবিড় সংসার।