Loading...
সুরাইয়া বেগম
লেখকের জীবনী
সুরাইয়া বেগম (Suraiya Begum)

সুরাইয়া বেগম এনডিসি (জ. ১৯৫৮) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস অনার্স ও এমএসএস এবং ইংল্যান্ডের লীড্স বিশ্ববিদ্যালয় থেকে 'Health Management Planning and Policy' বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তাঁর পেশাগত জীবন বহুমুখী অভিজ্ঞতায় সমৃদ্ধ। তিনি বিভিন্ন ক্যাপাসিটিতে স্বাস্থ্য, বাণিজ্য, পররাষ্ট্র, শ্রম ও প্রবাসী কল্যাণ, স্থানীয় সরকার, অর্থ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কলকাতাস্থ দূতাবাসের ১ম সচিব ও পর্যটন কর্পোরেশনের পরিচালক, সমবায় অধিদপ্তরের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য বিভাগ; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দক্ষতা উন্নয়ন ও সেবামূলক সাংগঠনিক কাজে তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী যিনি ন্যাশনাল ডিফেন্স কোর্স (NDC) সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস উইমেন নেটওয়ার্ক (BCSWN)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (গার্ল-ইন-স্কাউটিং) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্যক্তিগত জীবনে এক পুত্র ও দুই কন্যাসন্তানের জননী।