Loading...
সুমন হুসাইন
লেখকের জীবনী
সুমন হুসাইন (Sumon Hussain)

লেখক পরিচিতিঃ ছোট গল্পকার ও উপন্যাসিক সুমন হুসাইনের জন্ম ১৯৯৪ সালের ২১ মার্চ, রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার জামসাপুর গ্রামে । শৈশব, কৈশোরের পুরোটা সময়ই কেটেছে গড়াই পাড়ের ছোট্ট সুন্দর ছবির মতো গ্রামটিতে, খুবই দুরন্তপনায় । মাধ্যমিক পড়াশোনা লিয়াকত আলী স্মৃতি উচ্চ বিদ্যালয়ে, তারপর ঢাকার স্বনামধন্য নটরডেম কলেজে উচ্চ মাধ্যমিক পড়াশুনার পাঠ শেষ করেন কৃতিত্বের সাথে । নরডেম রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং নটরডেম ইংলিশ ক্লাবের সহ - সভাপতিও ছিলেন । ছোটবেলা থেকেই শুধু লেখাপড়া নয়, যুক্ত আছেন পাঠ্যবই বহির্ভূত অনেক সৃষ্টিশীল কাজের সাথেও । ছিলেন স্টেজ কাঁপানো বিতার্কিক । পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছেন, পথশিশুদের জন্য কাজ করছেন ইচ্ছেকুঁড়ি নামক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে, যার স্বপ্ন কারিগর লেখক নিজেই । শুধু কলমযোদ্ধা নন, বাস্তবেও তিনি পরিবর্তনকামী একজন নির্ভীক যোদ্ধা । সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া মেডিকেলের ক্যারি অন আন্দোলন ও প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের নেতৃস্থানীয় সমন্বয়ক ছিলেন তিনি । বয়স খুব বেশি না হলেও তার জীবনটা অনেক বৈচিত্র্যে ভরপুর, অনেক টানাপোড়ন আর সংগ্রামের মাধ্যমে বড় হয়ে উঠা তার । এগুলোই তার লেখালেখির রসদ । তার লেখার প্রধান বৈশিষ্ঠ্য বাস্তবধর্মীতা, আশপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোই তার সুচিন্তিত লেখনীতে পায় অনন্য গল্পরূপ । লেখকের প্রতিটা লেখায় উঠে এসেছে তার বর্ণিল শৈশব , নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের সংগ্রাম , গ্রামীণ জীবন, নারীর অধিকার, অসহায় এবং সুবিধাবঞ্চিতদের জীবনগাঁথা আর একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার একরাশ স্বপ্ন ।

সুমন হুসাইন এর বইসমূহ