Loading...
সুদীপ বসু
লেখকের জীবনী
সুদীপ বসু (Sudeep Bosu)

সুদীপ বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ থেকে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থানাধিকারী। এখান থেকে পি.এইচ.ডি.। সাময়িক পত্রপত্রিকায় সাহিত্য বিষয়ে লেখক। বর্তমানে বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক। তঁর অন্যান্য গ্রন্থ : বাংলা সাহিত্যে সমালোচনার ধারা, উদ্ভাসিত শরৎচন্দ্র : পত্রে ও সাময়িক পত্রে, বিজ্ঞানসাধক আচার্য জগদীশচন্দ্র বসু (যুগ্ম সম্পাদনা), রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রবাসী : ইতিহাসের ধারা (১ম-৪র্থ খণ্ড, যুগ্ম সম্পাদনা), রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ‘বাঙ্গালা কবিতা বিষয়ক প্রবন্ধ’ (সম্পাদনা) ইত্যাদি। সাহিত্য পুরস্কারে সম্মানিত। বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। একাধিক সর্বভারতীয় বিদ্বজন সভার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ভারত সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প ও কমিটির সদস্য।

সুদীপ বসু এর বইসমূহ