Loading...
স্টিফেন মার্ক শোর
লেখকের জীবনী
স্টিফেন মার্ক শোর (Stephen Mark Shore)

ড. স্টিফেন শো’রের চার বছর বয়সেই ডায়াগনোসিস হয়েছিল যে, তিনি কথা বলতে পারেন না এবং তার বিকাশজনিত সমস্যা ও গুরুতর অটিজম প্রবণতা রয়েছে। তিনি বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে স্পেসাল এডুকেশনে পিএইচডি সম্পন্ন করেন। স্টিফেন এখন অ্যাডেলফি বিশ্ববিদ্যালয়ের Ruth S. Ammon School of Education এ এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের ক্ষমতায়ন ও তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটানোর লক্ষে তার কাজের অংশ হিসেবে তিনি স্পেসাল এডুকেশন ও অটিজমের ওপর কোর্সগুলো পড়ান। শিক্ষা, পারস্পারিক সম্পর্ক, কর্মসংস্থান, অ্যাভোকেসি ও নতুন তথ্য উন্মোচন-এই বিষয়গুলোর উপর উপস্থাপনা, কনসালটেশন ও লেখালাখির জন্য তিনি বিশ্বব্যাপী সমাদৃত।

স্টিফেন মার্ক শোর এর বইসমূহ