Loading...
সৌরভ চক্রবর্তী
লেখকের জীবনী
সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)

জন্ম ত্রিপুরার। শৈশব কেটেছে ত্রিপুরার রাজধানী আগরতলায়। পড়াশোনা রাজন্য ঐতিহ্যবাহী উমাকান্ত একাডেমি বিদ্যালয়ে। বিজ্ঞান বিভাগের কৃতি ছাত্র ছিলেন। পরবর্তীকালে কারিগরি বিদ্যা নিয়ে স্নাতক। বিদ্যালয় জীবন থেকেই লেখার হাতেখড়ি। পরবর্তীকালে কলেজ জীবন থেকে 'ব্ল্যাকবোর্ড' পত্রিকার মুখ্য সম্পাদক হিসেবে কাজ করার শুরু। একসময় চুটিয়ে করেছেন গ্রুপ থিয়েটার। বড়দের জন্য গল্প লেখার শুরু তখন থেকেই। প্রথম প্রকাশিত গল্প 'ত্রিকালদর্শী' এবং প্রথম প্রকাশিত উপন্যাস 'চতুর্থস্তম্ভ' যথাক্রমে ২০০৭ এবং ২০১২ সালে। তখন থেকেই প্রেম-অপ্রেম, রহস্য-থ্রিলার, জীবনমুখী সমাজের সব লেখাতেই সমান স্বচ্ছন্দ। কিন্তু জঁর ফিকশান নিয়ে বাংলায় লিখে চলেছেন উল্লেখযোগ্য লেখা। ছোটদের জন্যে লিখেছেন 'কিশোর-ভারতী', 'সন্দেশ'- র মত ঐতিহ্যবাহী পত্রিকাগুলোতে। ত্রিপুরার 'শিশুমহল'-র জন্য একবছর টানা লিখেছেন জনপ্রিয় কমিকস কলাম সিরিজ। এছাড়াও বিভিন্ন সংকলনে প্রকাশিত হয়েছে একাধিক জনপ্রিয় গল্প। 'শেষ গল্প'-র মত অন্য ধারার গল্প লিখে বাংলা সাহিত্যের লেখক পাঠক নির্বিশেষে পেয়েছেন অকুন্ঠ ভালোবাসা। 'চন্দ্রহাস' গ্রন্থের জন্য দেশ বিদেশের পাঠকের কাছে সমাদৃত হয়েছেন। একাধিক অডিও স্টোরিতে পাঠ হয়েছে তাঁর লেখা। লেখকের লেখা থেকে ভবিষ্যতে তৈরি হতে চলেছে চলচ্চিত্র ও ওয়েব সিরিজ। বর্তমানে চাকুরীসূত্রে কলকাতানিবাসী এবং সময় পেলেই বিভিন্ন পরিচিত পত্রিকা ও ওয়েবজিনের জন্য কলম তুলে নেওয়া নিয়মিত অভ্যেস। গল্পের খোঁজে দেশ বিদেশ চষে বেড়ানো সাম্প্রতিককালে নেশার পরিণত হয়েছে। প্রকাশিত গ্রন্থসমূহ - 'গল্পের ছদ্মবেশ', 'চন্দ্রহাস', 'চন্দ্রহাস ২: মহাকাল', 'উদ্ভব লিঙ্গ', 'মৃতকৈটভ' ইত্যাদি।