Loading...
সিরু বাঙালি
লেখকের জীবনী
সিরু বাঙালি (Siru Bangali)

মুক্তিযােদ্ধা সিরু বাঙালি ১৯৪৮ খ্রিস্টাব্দের ৬ জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ খ্রিস্টাব্দে জগন্নাথ কলেজ থেকে স্নাতক পাশ করার পর রাজনৈতিক অঙ্গনে সম্পৃক্ত হন। ১৯৬৬ খ্রিস্টাব্দে বাঙালি জাতির মুক্তিসনদ ৬ দফা বাস্তবায়নের আন্দোলনে ৭ জুন ঢাকায় গ্রেপ্তার হয়ে মােট ৬৯ দিন কারাভােগ করেন। তারপর মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত সকল আন্দোলনে তাঁর ছিল সরব উপস্থিতি। ৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনের কাজে লেগে পড়েন। যুদ্ধ শুরু হয়ে গেলে সরাসরি যুদ্ধে যােগ দেন এবং দেশ শত্রুমুক্ত না হওয়া পর্যন্ত বৃহত্তর পটিয়া অঞ্চলে গেরিলা কমাণ্ডার হিসেবে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন। পাকিস্তানি হায়েনা সৈন্যদের বিরুদ্ধে বাঙালি জাতির গৌরবােজ্জ্বল মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সঠিক ইতিহাস দেশবাসীকে জানানাের জন্য তিনি রাইফেল ছেড়ে কলম হাতে তুলে নিয়েছিলেন ১৯৭৩ খ্রিস্টাব্দে। রণাঙ্গনের সেই অগ্নিঝরা রাইফেলই যেন তার হাতে কলম হয়ে ফিরে আসে অসম্ভব সাহসিকতায়।। বাংলা একাডেমির আজীবন সদস্য সিরু বাঙালি একজন সংগঠক হিসেবে অনেকগুলাে সামাজিক ও সাহিত্য সংগঠনের সাথে যুক্ত। উল্লেখযােগ্য রচনাবলীর মধ্যে আছে-বাঙাল কেন যুদ্ধে গেল, আমার যুদ্ধ আমার একাত্তর। মুক্তিযুদ্ধ বিষয়ক কিশাের উপন্যাস-আল্লুর জন্য যুদ্ধ, মাগাে আমরা লড়তে জানি, অথৈ পেয়েছে পতাকা, রহস্যময় প্ল্যানেটে একুশ, অপারেশন বিমান ঘাঁটি, যুদ্ধশিশুর যুদ্ধ জয়, একাত্তরের সূর্যসেনা। মুক্তিযুদ্ধ বিষয়ক কিশাের গল্প-স্বাধীনতার গল্প শােনাে, ছােটদের মুক্তিযুদ্ধের গল্প, মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ বীর, গল্পে গল্পে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের কিশাের উপন্যাসসমগ্র, একুশ ও মুক্তিযুদ্ধের গল্প, মুক্তিযুদ্ধের কিশাের গল্পসমগ্র। রূপকথা ও অন্যান্য রচনা-ছােটদের আরব্য রজনীর সেরা গল্প, হায়েনা ও বনের রাজা, বুদ্ধিমান খরগােশ, গাধার বীরত্ব, হায়েনার মুখে সজারু, একদিনের বাদশাহ, লুদমিলার নসিব, শিয়াল যখন বন্ধু, আকাশ-জয়ের গল্প, কানা রাজকুমার, ফেরারী মন। জীবনীগ্রন্থ-ছােটদের মহাত্মা গান্ধী, ছােটদের নেলসন ম্যান্ডেলা। সম্পাদনা-উপেন্দ্রকিশাের রায়চৌধুরীর নির্বাচিত গল্প সংকলন ‘বাঘ শিয়ালের গল্প', ছােটদের বিজ্ঞানপিডিয়া, ছােটদের নলেজ ব্যাংক। লেখালেখির জন্য অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই মহান মুক্তিযােদ্ধা লেখক।

সিরু বাঙালি এর বইসমূহ