শ্যামলী নাসরীন চৌধুরী: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ.,এম.এড উনিশ’শ একষট্টি সাল থেকে শিক্ষকতা শুরু। এখন উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একাত্তরে আলবদরদের হাতে নিহত স্বামী চক্ষুচিকিৎসক ডা. আলীম চৌধুরীর কথা লিখতে গিয়ে লেখালেখির জগতে প্রবেশ । বই পড়া ও গান শােনা হবি। একাধিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত। জীবনসদস্য, বাংলা একাডেমী জীবনসদস্য, বাংলাদেশ জাতিসংঘ সমিতি, জীবনসদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালমনাই এসােসিয়েশন সহ সভাপতি, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি সদস্য, মুক্তিযুদ্ধ জাদুঘর সদস্য, বাংলাদেশ ফিল্ম সেন্সর বাের্ড। প্রকাশিত গ্রন্থ: একাত্তরের শহীদ ডাক্তার আলীম চৌধুরী ও বেদনার একাত্তর।