Shoroishorjo Muhommod পেশায় সাংবাদিক। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশনে দীর্ঘদিন ধরেই কাজ করছেন তিনি। ছোটগল্প দিয়েই লেখালেখির শুরু। প্রথম গল্পগ্রন্থ ‘আলো-অন্ধকারে আলো-অন্ধকারের যাত্রা’ প্রকাশিত হয় ২০০৪ সালে। ‘দুই দশক ধরে লেখালেখিতে ধীর কিন্তু স্থির। গল্প, গদ্য ও অনুবাদ নিয়ে মাঝেমধ্যেই হাজির হন পত্রপত্রিকা, ছোটকাগজ ও অনলাইনে। বিশ্বসাহিত্যে বিপুল প্রচার পাওয়া কোনো রচনা নয়, বরং অপ্রচারের আড়ালে পড়ে থাকা ভালো লেখা খুঁজে বেড়ান। ফলে তাঁর অনুবাদের কাজগুলো উদ্দেশ্যপূর্ণ আলোকপাত থেকে ভিন্ন আলোর উৎসের দিকে মুখ ফেরানোর আহ্বান।’