সিবা আলী খান জন্ম ৫ আগস্ট, ১৯৯১। মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলায়। ইউআইটিএস হতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পাস করে থাইল্যান্ডের কিং মংকুট ইউনিভার্সিটি অব টেকনোলজি থোনবুরি হতে ইলেক্ট্রিক্যাল এন্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর মাস্টার্স সমাপ্ত করেন। পরবর্তীতে তিনি পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটউট থেকে স্ক্রিনপ্লে এন্ড ডিরেকশন ও সিনেমাটোগ্রাফির উপর প্রফেশনাল কোর্স সম্পন্ন করেন। লেখালেখির শুরুটা হয় স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রের স্ক্রিপ্ট লেখার মাধ্যমে। অমর একুশে বইমেলা ২০২৩-এ তার প্রথম গল্পগ্রন্থ আত্মা প্রকাশিত হয়। তার নির্দেশিত স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র সমুহ- হাঙ্গার, ফ্রিডম, নিতু, জলিল এবং অনামা। তার নির্দেশিত স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রসমূহ বিভিন্ন ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়। লেখালেখির পাশাপাশি তিনি অভিনয়, চিত্রনাট্য লেখা ও চলচ্চিত্র পরিচালনার কাজে নিয়োজিত রয়েছেন।