(জন্ম : ২ সেপ্টেম্বর ১৯৫৩, মৃত্যু : ২৩ জুন ২০০৫)। অধ্যাপক ড সিতারা পারভীন দীর্ঘ ১৩ বছর ঢাকা। বিশ্ববিদ্যালয়ের গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপনা করেছেন। অধ্যাপনার আগে তিনি ইস্টার্ন নিউজ এজেন্সি এবং দি নিউ নেশন-এ কর্মরত ছিলেন । ' ড. সিতারা পারভীনের জন্ম ১৯৫৩ সালের ২ সেপ্টেম্বর। তিনি ঢাকার সরকারি কামরুন্নেসা বালিকা | বিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস কলেজ থেকে। এইচএসসি সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে বিএ (সম্মান) ও এমএ এবং গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এমএ ডিগ্রি লাভ করেন। ' তার শিক্ষকতা ও গবেষণার মূল ক্ষেত্র ছিল। যােগাযােগ, সমাজ ও সংস্কৃতি। এ ক্ষেত্রে যে গবেষণা। তিনি যুক্তরাজ্যে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য সম্পন্ন। করেছিলেন, তা পরবর্তীকালে Communication, Culture and Ethnicity শীর্ষক গ্রন্থ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। গণমাধ্যম ও সংস্কৃতি বিষয়ে তাঁর বেশ কিছু প্রবন্ধ বিভিন্ন গবেষণা জার্নাল ও সম্পাদিত গ্রন্থে প্রকাশিত হয়। তিনি গণমাধ্যম ও জনসমাজ’ শীর্ষক একটি গ্রন্থ যৌথভাবে সম্পাদনা | করেছেন। ' মান্দি (গারাে) জনগােষ্ঠীর যােগাযােগ পরিবেশ। নিয়ে তিনি গবেষণা করছিলেন। ২০০৫ সালের ২৩ জুন তিনি যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। অসময়ােচিত মৃত্যুতে এ কাজ শেষ হয় নি। তাঁর মৃত্যুতে গণ্যমাধ্যমে এ বিষয়ে শিক্ষকতা ও গবেষণার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়েছে।