Loading...
শেখ আখতার উল ইসলাম
লেখকের জীবনী
শেখ আখতার উল ইসলাম (Sheikh Akter Ul Islam)

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ আখতার উল ইসলাম ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করার লক্ষে সিলেটের ১১ জন ছাত্র ইউনিয়ন নেতাকে নিয়ে আওয়ামী যুবলীগে যােগ দেন। স্বাধীনচেতা ও দৃঢ় আত্মপ্রত্যয়ী ব্যক্তিত্ব শেখ আখতার উল ইসলাম ১৯৯৩ সালে আইন পেশায় যােগ দেন। সুপ্রিমকোর্ট বার এসােসিয়েশনের নির্বাচিত প্রতিনিধি ছাড়াও তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইবুনালের সদস্য নিযুক্ত হন এবং বহু আন্তর্জাতিক আইন সম্মেলনে যােগদেন। আইন পেশা ও রাজনীতির পাশাপাশি তিনি বহু সামাজিক সংগঠনের সাথেও সম্পৃক্ত। একই সঙ্গে তিনি বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় নিয়মিত কলাম লেখা শুরু করেন। ১৯৯২ সালের ২৮ জুন দৈনিক সংবাদে ‘গরিব গােরে দীপ জ্বেলনা' শিরােনামে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবহেলিত সমাধি নিয়ে প্রকাশিত তার লেখা উপ-সম্পাদকীয় ব্যাপক আলােড়ন সৃষ্টি করে এবং একজন কলাম লেখক রূপে তিনি পরিচিতি লাভ করেন। তার পর থেকে অদ্যাবধি তিনি নিয়মিত লিখে চলেছেন। বিভিন্ন দৈনিক পত্রিকায় লেখা তার নির্বাচিত কলাম নিয়ে ২০০৫ সালে একুশের বই মেলায় উৎস প্রকাশন থেকে প্রকাশিত হয় তার প্রথম বই ‘কালের ধ্বনি'।