Loading...
শাহরিয়ার খান শিহাব
লেখকের জীবনী
শাহরিয়ার খান শিহাব (Shahriar Khan Shihab)

নিজেকে সাহিত্য ও আলোকচিত্রের আজীবন ছাত্র হিসেবে পরিচয় দেয়া শাহরিয়ার খান শিহাব; নিয়মিত লেখালেখি ও কাব্যচর্চার পাশাপাশি নিয়োজিত রেখেছেন ছবি তোলার চর্চায়, পেশায় একজন আলোকচিত্রী। অধ্যায়ন করেছেন ঢাকার পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউটের ফটোগ্রাফির প্রফেশোনাল প্রোগ্রামে। সেই প্রচেষ্ঠার ধারাবাহিকতায় লিখেছেন আলোকচিত্রের উপরে 'আলোকচিত্রের প্রারম্ভ' বইটি। শাহরিয়ারের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। প্রকৃতিকে নিবিড় পর্যালোচনা করা শাহরিয়ার ক্যামেরা আর কলমের ভেতর কোন পার্থক্য খুঁজে পায় না বলেই হয়তো তার লেখা গল্প, উপন্যাস ও কবিতায় যেমন উঠে আসছে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ঘটনা প্রবাহের গবেষণাধর্মী ইতিবৃত্ত, তেমনি তার তোলা ছবি শাসক ও শোষণের, জীব ও জীবনের গল্প বলে যাচ্ছে অনবরত। তিনি বেশ কিছুকাল ধরে ছোটগল্প লিখেছেন জাতীয় পত্রিকাগুলোতে, গল্প লিখেছেন একাধিক গল্প সংকলনে। 'আইনউদ্দিন' তার রচিত প্রথম একক ক্রাইম থ্রিলার।