কবি শাহ আলম চুন্নু পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন পূর্ব সুবিদখালী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। পেশায় সাংবাদিক। ফ্রিল্যান্সার সাংবাদিকতার পাশাপাশি বেশ কিছুদিন তিনি সাপ্তাহিক 'খোঁজখবর' পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে প্রতিবেদনমূলক ম্যাগাজিন 'পূর্বাপর'-এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক ঐক্যজোট-এর সাধারণ সম্পাদক, ‘ধারা' সামাজিক সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতিসহ কবি শাহ আলম চুন্নু দীর্ঘদিন জাতীয় কবি সংগঠন অনুপ্রাসের কেন্দ্রীয় সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। কবি একাধারে নাট্যকার, অভিনেতা, নাট্য পরিচালক ও টেলিভিশন অনুষ্ঠান প্রামাণ্যচিত্র নির্মাতা। স্কুল জীবন থেকেই মঞ্চ নাটকের সঙ্গে জড়িত। ঢাকার উত্তরা থিয়েটার, কপোতাক্ষ থিয়েটার ও মতিঝিল থিয়েটারেও তিনি জড়িত ছিলেন। কোলকাতা ও দিল্লি ভিক্তিক 'বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন'-এর আজীবন সদস্য। তিনি দীর্ঘদিন থেকে মাদক বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। মাদকদ্রব্য সেবন ও ক্ষতিকর দিক নিয়ে তাঁর লেখা তথ্যভিত্তিক গ্রন্থ 'সুন্দর সকালের অপেক্ষায়'র প্রনেতা তিনি। গ্রন্থটি সকলের কাছে বেশ প্রশংসিত হয়েছে। তার কাব্যগ্রন্থ 'নরকে অভিসার', ‘জ্যোৎস্নায় ভিজে দুঃখ আমার', ‘আমার হৃদয় আমার দহন', 'দগ্ধ করেছে মধু ফাল্গুনী', 'ফেরারী বসন্ত' ও গল্পগ্রন্থ 'সপ্ত যৌবতী' প্রকাশিত হয়েছে। 'দ্রোহের অগ্নিজল' তাঁর প্রকাশিত সর্বশেষ গ্রন্থ । সারল্যের কবি শাহ আলম চুন্নু একজন প্রতিশ্রুতিশীল স্পষ্টবাদী মানুষ হিসেবে পরিচিত সকলের কাছে।