Loading...
সেলিনা শিরীন শিকদার
লেখকের জীবনী
সেলিনা শিরীন শিকদার (Selina Shireen Sikder)

রূপকথা গল্পকার, কবি, প্রাবন্ধিক ও গবেষক। পেশাদার জীবনে তিনি একজন আন্তর্জাতিক উন্নয়ন পেশাজীবী ও নিবেদিত প্রাণ মনোবিজ্ঞানী। প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন আজিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়, বেগম বদরুননেসা মহিলা মহাবিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ক্লার্ক ইউনিভার্সিটি থেকে। তিনি প্রধানত রূপকথার আঙ্গিকে গল্প লেখেন। এই গল্পগুলো পাঠক সমাজে 'আধুনিক রূপকথা' নামে স্বীকৃত ও খ্যাত। রূপকথা ছাড়াও সাহিত্যের আরও দুইটি ফর্ম বা কাঠামো নিয়ে তিনি কাজ করেছেন। তার একটি 'ছোট ছোট কবিতা' যা ‘বয়েত' নামে খ্যাত ও সমাদৃত। অন্যটি 'অনুগল্প' বা 'মাইক্রো স্টোরি' নামে পরিচিত। জেন্ডার, মনোবিজ্ঞান ও সিভিল সোসাইটি বিষয়ক সেলিনার প্রবন্ধ-নিবন্ধ ও অনুবাদ বিভিন্ন সংকলন গ্রন্থে প্রকাশিত । রূপকথায় বিশেষ অবদানের জন্য তরুণ লেখক প্রকল্প, বাংলা একাডেমী থেকে কথাসাহিত্যে স্বীকৃতি সনদ ও স্টার ওম্যান ফাউন্ডেশন থেকে 'স্টার ইন দ্য লিটেরেচার' ক্রেস্ট ও সনদ লাভ করেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৯ টি।