Loading...
সৈয়দ মো: শাহ এমরান
লেখকের জীবনী
সৈয়দ মো: শাহ এমরান (Sayed Md. Shah Amran)

সৈয়দ শাহ এমরান ১৯৭৪ সালের ৩০ অক্টোবর হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেলঘর গ্রামে জন্মগ্রহণ। করেন। তার পিতার নাম সৈয়দ হােসেন আলী (মরহুম)। মাতা শাহানা বেগম চৌধুরী। তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে বিএ (অনার্স) এম এ পাশ করেন। তিনি বাংলা একাডেমী গৃহীত মুক্তিযুদ্ধের দলিল ও ইতিহাস প্রকল্পে কাজ করেছেন। জনাব এমরান বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হিসেবে কর্মরত। চাকুরীর পাশাপাশি তিনি লেখালেখি ও গবেষণায় জড়িত। এশিয়াটিক সােসাইটি, বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিক ফাউন্ডেশন, জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় তাঁর বিভিন্ন লেখা এবং গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ছাত্র জীবনে জনাব এমরান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। ইতােমধ্যে তিনি সৌদী আরব, মালয়েশিয়া ও থাইল্যান্ড সফর করেছেন।

সৈয়দ মো: শাহ এমরান এর বইসমূহ