Loading...
সৌগত চট্টোপাধ্যায়
লেখকের জীবনী
সৌগত চট্টোপাধ্যায় (Saugata Chatterjee)

সৌগত চট্রোপাধ্যায়ের জন্ম ১৯৭৪ সালের ১৭ জানুয়ারি, কলকাতায়। বেড়ে ওঠা নদীয়া জেলার কল্যাণী এবং কলকাতা শহরে। গত দু‘দশকের বেশি সময় কর্মসূত্রে যুক্ত রেডিও ও টেলিভিশনের বিভিন্ন শাখায়। পড়াশোনা করেছেন বাণিজ্য এবং নাট্যকলা নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। বিলুপ্তপ্রায় লোকনাট্য আঙ্গিক নিয়ে গবেষণা করেছেন ভারত সরকারের ত্য ও সংস্কৃতি দফতরের সিনিয়র ফেলোশিপ নিয়ে। “এবং মেঘমানবী” তাঁর প্রথম কাব্যগ্রন্থ।

সৌগত চট্টোপাধ্যায় এর বইসমূহ