Loading...
সরোজ মেহেদী
লেখকের জীবনী
সরোজ মেহেদী (Saroj Mehdi)

লেখক গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। একই সাথে তিনি গ্রিন ইউনিভার্সিটি সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স—জিসিআইএ এর অ্যাসিস্টেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর বাইরে দেশের বেশ কয়েকটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ও খণ্ডকালীন শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। সরোজ মেহেদীর কর্মজীবন শুরু বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সাংবাদিকতা দিয়ে। দেশের বেশ কয়েকটি প্রথম সারির জাতীয় দৈনিকে সাংবাদিক হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৪ সালে তিনি সাংবাদিকতায় উচ্চশিক্ষা লাভ করতে তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে দেশে ছাড়েন। সে সময় আমন্ত্রিত অতিথি হয়ে ইউরোপের বেশকিছু দেশ ভ্রমণ করেন। ২০১৮ সালে দেশে ফিরে সাংবাদিকতা ছেড়ে বিশ্বব্যিালয়ে শিক্ষকতা শুরু। তবে লেখালেখি তাঁর ধ্যান ও জ্ঞান। শতাধিক ছোটগল্প জমা রয়েছে লেখকের ঝুঁলিতে। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইনে তাঁর মতামতধর্মী লেখা ও গল্প ছাপা হয়। মিডিয়া নিয়ে তাঁর প্রথম গবেষণাগ্রন্থ তুর্কি ভাষায় জার্মানি থেকে প্রকাশিত হয়েছে, যা অ্যামাজনে অ্যাভেইলেবল। সেস্নাভাকিয়া থেকে প্রকাশিত একটি জার্নালে তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তা ছাড়া বেশ কিছু আন্তর্জাতিক কনফারেন্সে তিনি রিসার্চ পেপার উপস্থাপন করেছেন।

সরোজ মেহেদী এর বইসমূহ