Loading...
সানজিদা আক্তার
লেখকের জীবনী
সানজিদা আক্তার (Sanjida Akhter 2)

স্নাতক ও স্নাতকোত্তর, ইংরেজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। পৈত্রিক নিবাস—হাজীগঞ্জ, চাঁদপুর। শূন্য থেকে ঢাকায় বেড়ে উঠেছে শ্বশুরালয় বা নিজ জেলা—নিকলী, কিশোরগঞ্জ। পেশা—এগারো বছরের ভরা সংসারের গৃহিণী। লেখক নিজেকে মানুষবাদী বলেই ভাবেন। তার গল্পে শুধু নারীই নয়, পুরুষও মূল চরিত্র পায়। জীবনের কথা, মনের দ্বিধা, আত্মার আর্তনাদ শব্দ নকশায় বুনন করেন। জীবনের মতো রহস্যের বা রহস্যের মতো জীবনের গল্প শোনান। চরিত্রের রহস্যময় মনের সাত দরজা এক এক করে খুলে দেন। চরিত্ররা মুক্তি পায়। এগুলোই উপন্যাস, উপন্যাসিকা ও ছোটোগল্পের আদলে বইয়ের মলাটে বাঁধাই হয়।

সানজিদা আক্তার এর বইসমূহ