Loading...
সালেক নাছির উদ্দিন
লেখকের জীবনী
সালেক নাছির উদ্দিন (Salek Nasir Uddin)

জন্ম ৩ জানুয়ারি, চট্টগ্রাম। সংবাদের মাধ্যমে সাংবাদিকতার হাতেখড়ি। বর্তমানে দৈনিক ভোরের কাগজে সাহিত্য ও সম্পাদকীয় বিভাগে কর্মরত। এছাড়া সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক কাগজ সমধারা সম্পাদনা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আবৃত্তি সংগঠন ‘সুবচন’র প্রধান সমন্বয়ক। সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল পড়াঘর-এর উদ্যোক্তা। ‘গৌরব ৫২’ তাঁর প্রথম মৌলিক গ্রন্থ। প্রকাশিত হয়েছে ২টি কবিতার বই। রয়েছে তার ১৬টি সম্পাদিত সংকলন।