রুদাবেহ শহীদ বাংলাদেশী-আমেরিকান। সম্প্রতি ইউনিভার্সিটি অভ সাসেক্স-এ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্স শেষ করেছেন। যুক্তরাষ্ট্রের মিডলবেরি কলেজে আন্ডারগ্র্যাজুয়েট, তার প্রধান পাঠ্য বিষয় হল। অর্থনীতি আর ধর্ম। বর্তমানে তিনি স্টেট ইউনিভার্সিটি অভ বাংলাদেশ এবং বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষকতায় নিয়ােজিত । তিনি বাংলা ও ইংরেজি ভাষা ছাড়াও আরবি, ফার্সি, উর্দু এবং হিন্দি ভাষায় দক্ষ । ইতিহাস এবং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের অধ্যাত্মবাদ বিষয়ে পড়াশােনায় তার আগ্রহ রয়েছে। পৃথিবীর বিভিন্ন অংশে মসজিদ, গির্জা, মন্দির, তীর্থস্থান এবং উপাসনার অন্যান্য স্থানসমূহের উপর গবেষণা। করে রুদাবেহ তাঁর অনেক সময় কাটিয়েছেন। তিনি আন্তর্জাতিক রাজনীতি বিষয়জনিত পেশা গ্রহণ করতে ইচ্ছুক । অবসরে রুদাবে ঐতিহাসিক প্রামাণ্যচিত্র দেখতে আর উত্তর আমেরিকায় ভ্রমণ করতে ভালবাসেন । তিনি বিশটির অধিক দেশ ভ্রমণ করেছেন। তিনি বাংলাদেশকে বিশ্বের কাছে বিশেষভাবে প্রকাশ করার আগ্রহ পােষণ করেন ।