রহমত উল্লাহ্ সরকার পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী গ্রামে । জন্ম ১২ মে ১৯৯৭। পিতা হোসেন আলী এবং মাতা কদরের নেছার পাঁচ সন্তানের মধ্যে প্রথম সন্তান। তিনি বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বাঁশগাড়ী কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি রায়পুরা সরকারি কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে কৃতিত্বের সহিত স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে নরসিংদী সরকারি কলেজে স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহিত্য অনুরাগী। কৈশোর থেকেই তিনি নিরব মনে প্রকৃতিকে ভাবেন,সমাজকে ভাবেন,সমাজের নানা কুসংস্কার নিয়ে ভাবেন। রোমান্টিকতার পাশা-পাশি মানব প্রেম,প্রকৃতি প্রেম এবং জীবনবোধ তার কবিতার মূল বিষয়বস্তু। বেশ কিছু পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে, সাহিত্য সম্পর্কিত বিভিন্নও ব্লগে তিনি নিয়মিত লিখছেন।