Loading...
রোদেলা নীলা
লেখকের জীবনী
রোদেলা নীলা (Rodela Nila)

ফারুনের কোনাে এক বিকেলে ফেব্রুয়ারির ২৬ তারিখে ব্রহ্মাণ্ডে কবির আবির্ভাব। শুরুটা করেছিলেন ছােট গল্প দিয়ে বেতার বাংলা পত্রিকাতে। কিন্তু সময় যতাে এগােতে থাকলাে ধীরে ধীরে কবিতার অঙ্গনে প্রবেশ করতে লাগলেন। প্রিয় কবি সৈয়দ শামসুল হক ও মহাদেব সাহার আধুনিক কবিতা থেকেই উৎসাহিত হয়েছেন বেশি।। আর্টিকেল প্রকাশের মাধ্যমে দৈনিক পত্রিকায় আত্মপ্রকাশ ঘটে ১৯৯৭ সালে। ২০০৫ থেকে বিচরণ করছেন সামহােয়ার ইন ব্লগ, প্রথম আলাে ব্লগ, শব্দনীড় ব্লগ, আমার ব্লগ, ঘুড়ি ব্লগ, এবং বিডিনিউজ২৪-এর নাগরিক সাংবাদিক হিসেবে। জন্ম ঢাকার মিরপুরে, সেখানেই কবির বেড়ে ওঠা। পৈতৃক নিবাস কালিহাতী, টাঙ্গাঈলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। ভ্রমণ নিয়ে ফিচার করা তার একটি শখের জায়গা, ভালােবাসেন ঘুরতে। প্রকাশিত বইকবিতা: ফাগুনঝরা রােদুর (২০১০), ভাষাচিত্র প্রকাশনী। পঞ্চপত্রের উপপাদ্য (২০১২), এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী। দ্বৈত কবিতার বই (২০১৫), যমুনা প্রকাশনী: নিমগ্ন গােধুলি (২০১৬), অন্যধারা প্রকাশনী 'একক গল্পগুচ্ছ: রােদুরের গল্প (২০১৫), আলপনা প্রকাশনী চলতি পথের গপ্পো (২০১৬), বিদ্যা প্রকাশ । ভ্রমণ গল্প: পিয়াইন নদীর স্রোতে (২০১৬), জয়তী প্রকাশনী। মেঘ বালিকার দেশে (২০১৭), মহাকাল প্রকাশনী।