Loading...
রাতুল আমীন
লেখকের জীবনী
রাতুল আমীন (Ratul Amin)

কিছুটা পাগলাটে আর এলােমেলাে স্বভাবের রাতুল আমীন-এর জন্ম ১৯৮৮ সালের ৭ জানুয়ারি নওগাঁ’তে। সরকারী চাকুরিজীবি ও মুক্তিযােদ্ধা বাবার সাথে ঘুরেছেন প্রায় পুরাে বাংলাদেশ প্রতিবছর বিভিন্ন জেলায় বাবার পােষ্টিং এর কারণে। তাই নির্দিষ্ট কোনাে স্কুলেও স্থির হতে পারেননি। পরিবারের মেজো সন্তান এই লেখকের গল্পের ঝুড়ি ভর্তি হওয়া শুরু সেখান থেকেই। শৈশব নানা রকম অভিজ্ঞতায় পূর্ণ ছিলাে বলেই তিনি পছন্দ করেন অদ্ভুত সব যুক্তিহীন গল্প লিখতে । ২০১৩ সালে তার লেখা ছােটগল্প “দ্যা এম্পটি সাইড” জিতে নেয় থাইল্যান্ড অ্যাডফেস্ট-এ “ফেবুলাস ফোর” পুরস্কার। পরবর্তী সময়ে এই একই গল্পের উপর তৈরি করা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে তিনি স্পিকার হিসেবে যােগ দেন অ্যাডফেস্ট-এ। এছাড়াও লেখালেখির জন্য কিশাের বয়সে জেলা ও জাতীয় স্কুল পর্যায়ে জিতেছেন পুরস্কার। প্রথম আলাে’র ট্যাবলয়েড গােল্লাছুট “আমি ঝমলু” শিরােনামে প্রফেসর ঝমলু’র প্রথম গল্প বের হয় ২০১৪ সালে, পরে নিয়মিত প্রকাশিত হযতে থাকে। বর্তমানে তিনি কর্মরত আছেন একটি বহুজাতিক বিজ্ঞাপনী সংস্থায়। ঢাকার উত্তরায় স্ত্রী শাহজাদী রাবেয়া বসরিনকে নিয়ে তার ছােট্ট সুখের সংসার।