রতন। পুরো নাম মো. মাহমুদুল হাসান সোহাগ। জন্ম ২৮ জুন টাংগাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামে। গ্রামের প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠা। লেখালেখির শুরু মায়ের হাত ধরে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি, সাংবাদিক সমিতি, ইয়েস গ্রুপ, মানবকণ্ঠ সেতুবন্ধনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সভাপতি হিসাবে কাজ করছেন। এই সাহিত্য সংসদ থেকে প্রকাশিত মাসিক ভাঁজপত্র ও সাহিত্য বিষয়ক ছোট কাগজ “কুঞ্জলতা” এর সম্পাদক হিসাবে কাজ করছেন। ২০১৮ সালের গ্রন্থমেলায় তার সম্পাদনায় 'অনুভূতি শস্য' নামে সংকলন প্রকাশিত। বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে এ কবির লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে।