Loading...
রহিমা আক্তার লিলি
লেখকের জীবনী
রহিমা আক্তার লিলি (Rahima Akhter Lily)

কবি রহিমা আক্তার লিলি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার তাতারদী গ্রামে ১২ নভেম্বর ১৯৭৭ সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা: মোঃ আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মাতা: মোছাঃ আম্বিয়া রহমান। স্বামী মোঃ মিজানুর রহমান তিনি পেশায় একজন প্রকৌশলী। দাম্পত্য জীবনে তিনি এক সন্তানের জননী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন তবে বর্তমানে একজন গৃহিণী। বই পড়ার পাশাপাশি লেখালেখির সাথে সম্পৃক্ত হন।তারার কাব্য (যৌথ কাব্যগ্রন্থ), নিঃশব্দ সন্তরণ (প্রথম একক কাব্য গ্রন্থ)।

রহিমা আক্তার লিলি এর বইসমূহ