Loading...
কবি কামরুল হাসান
লেখকের জীবনী
কবি কামরুল হাসান (Poet Kamrul Hasan)

কবি,গবেষক,প্রাবন্ধিক,কথাসাহিত্যিক;সৃজনশীল এই ভুবনের তরুণ প্রজন্মের অন্যতম প্রিয় মুখ কামরুল হাসান।তবে গবেষক,প্রাবন্ধিক,কথাসাহিত্যিক,ফিল্ম মেকার,এনিমেটর,ভিএফএক্স এক্সপার্ট এই সব পরিচিয়ের বাইরে তিনি কবি কামরুল নামেই সর্বাধিক সমাদৃত পরিচিত এবং একজন লেখক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।১৯৯৪ সালে সাভারে জন্ম নেয়া কবি কামরুল হাসান সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সাভার ল্যাবরেটরিতে কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।বর্তমানে গেম ডেভেলপমেন্ট এবং থ্রিডি এনিমেশন নিয়ে পড়াশোনা করছেন। পাশাপাশি ব্লগিং, বাংলাদেশের রুপকথা,সুফিবাদ ও শিশু সাহিত্য নিয়ে গবেষণা করছেন।বই পড়াতে সবাইকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গড়ে তুলেছেন সামাজিক সচেতনতামূলক সংগঠন 'বইজান্তা ফাউন্ডেশন' এবং 'বইয়ের খবর'।আয়োজন করছে বইমেলার,বই নিয়ে বিভিন্ন অনুষ্ঠান,সেমিনারের। কাজ করছেন VFX,ডকুমেন্টারি ফিল্ম নিয়ে। অমিত স্বপ্ন নিয়ে এগিয়ে চলছেন কামরুল হাসান তার সৃজনশীল ভুবনে।স্বপ্ন দেখছেন একটি সৃজনশীল, নিরক্ষর,শিক্ষিত মানবিক বাংলাদেশের।