Loading...
পান্না কায়সার
লেখকের জীবনী
পান্না কায়সার (Panna Kayser)

১৯৬৯-এর কোনাে এক সােনালি বিকেলে পান্না কায়সার প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক শহীদুল্লা কায়সারের হাত ধরে বাসর সাজিয়েছিলেন । কিন্তু ১৯৭১-এর ১৪ ডিসেম্বর বিজয়ের মাত্র দুদিন আগে আলবদর, রাজাকার বাহিনী শহীদুল্লা কায়সারকে ধরে নিয়ে যায় । তিনি আর ফিরে আসেননি। শুরু হলাে পান্না কায়সারের জীবনযুদ্ধ। পেশা হিসেবে বেছে নিলেন অধ্যাপনা । শুধু অধ্যাপনাই নয়, পান্না কায়সার স্বামী শহীদুল্লা কায়সারের আদর্শে উজ্জীবিত হয়ে সম্পৃক্ত হলেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে । লেখালেখির জগতে পান্না কায়সারের প্রবেশ ১৯৯১-এ প্রথম গ্রন্থ ‘মুক্তিযুদ্ধ আগে ও পরে বহুল আলােচিত ও প্রশংসিত । ১৯৯২-তে প্রকাশিত হয়েছে মুক্তি, নীলিমায় নীল, হৃদয়ে একাত্তর ও কাব্যগ্রন্থ বৃষ্টির শব্দ না এলে কান্না আসে না ।। তিনি রাশিয়া, আমেরিকা, লন্ডন, সুইডেন, জেনেভা, প্যারিস, ইরাক, থাইল্যান্ড, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও পূর্ব জার্মানিসহ বহু দেশ ভ্রমণ করেছেন। ব্যক্তিগত জীবনে পান্না কায়সার সদালাপী, বিনয়ী, ভদ্র ও নম্র। বন্ধুদের সাথে গল্প করতে ভালােবাসেন। অবসর সময় গান শুনে আনন্দ পান। বর্ষার সময় একাকী বারান্দায় বসে লিখতে ভালােবাসেন। দেশভ্রমণ লেখিকার অন্যতম শখ ।

পান্না কায়সার এর বইসমূহ