Loading...
অভী চৌধুরী
লেখকের জীবনী
অভী চৌধুরী (Ovi Chowdhury)

অভী চৌধুরীর পুরো নাম ফজলে এলাহি চৌধুরী। জন্ম ২১ ফেব্রুয়ারি ১৯৭৪। তাঁর বাবা হুমায়ূন কবীর চৌধুরী এবং মা মাহবুবু খাতুন। মুন্সীগঞ্জ জেলার মজিদপুর দয়হাটা গ্রামে তাঁর বাড়ি। শ্রীনগর পাইলট হাই স্কুল ও নটর ডেম কলেজে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর। ঘুরে বেড়াতে তিনি পছন্দ করেন। কিন্তু শরীর বয়ে বেড়ানোটা তাঁর কাছে নিরাপদ মনে হয় না। মরে গেলে স্ত্রী ঝুমুর আহমেদ ও শিশুকন্যা মন্দ্রমধুরার দৈন্য-দশা কল্পনা তাঁকে তাড়া করে বেড়ায়। মরে গিয়ে তিনি বাসার আসবার রাখবার মতো কোনো স্বজন খুঁজে পান না। তখন খুব বেঁচে থাকার ইচ্ছে জাগে তাঁর। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রচিত প্রেম ও বিষাদের কাব্য- ‘একগুচ্ছ জুঁই’। দীর্ঘ আট বছর সরকারি কলেজে শিক্ষকতা করেছেন। আপাতত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াচ্ছেন। বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, ছায়ানটের শ্রোতার আসরে গান গাইবার স্মৃতি আছে তাঁর। স্নাতকোত্তর ও এম. ফিল গবেষণা করেছেন রবীন্দ্রনাথের গান নিয়ে। সম্প্রতি ভাষাদর্শন বিষয়ে উচ্চতর গবেষণা করছেন।

অভী চৌধুরী এর বইসমূহ