জন্মঃ ২১ আগস্ট, ব্রাহ্মণবাড়ীয়া। মা-বাবার চার সন্তানের মধ্যে তিনি মেজো। নাহিদ আশরাফ উদয়ের জন্ম ব্রাহ্মণবাড়ীয়ায় হলেও তার বেড়ে ওঠা ঢাকায়। পড়াশোনা করছেন ইংরেজি সাহিত্যে। ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি অসম্ভব ঝোঁক ছিল। বই পড়ার নেশা থেকেই লেখালেখিতে আগ্রহ জন্মায়। প্রিয় লেখক হুমায়ুন আহমেদের সৃষ্ট চরিত্র মিসির আলির মতোই নিজেকে সর্বদা রহস্যে আবৃত রাখেন। সমসাময়িক বিষয়কে সহজ সাবলীলভাবে গল্পে রুপান্তর করাই তার লেখার মূল শক্তি। তিনি প্রধানত হাস্যরসাত্মক লেখার জন্যই পরিচিত। রম্য এবং স্যাটায়ার লিখনীতে তার আগ্রহ প্রবল। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করে বেশ পরিচিতি লাভ করেছেন। বইমেলা ২০২৩ এ তার পান্ডুলিপি 'হাওয়াই মিঠাই' নিয়ে প্রথম বারের মতো পাঠকের সামনে এসেছেন।