Loading...
নাহিদ আহসান (কথাসাহিত্যিক)
লেখকের জীবনী
নাহিদ আহসান (কথাসাহিত্যিক) (Nahid Ahsan (Fiction Writter))

নাহিদ আহসানের জন্ম ঢাকা জেলার মিরপুরে।বেড়ে ওঠাও সেখানে। শহীদ পুলিশ স্মৃতি স্কুলেই পার করেছেন সম্পূর্ণ স্কুলজীবন। কলেজ জীবন পার করেছেন দেশসেরা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। বর্তমানে তিনি পড়াশোনা করছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি’তে। ছোটবেলার থেকেই দেশের অবহেলিত, পিছিয়ে পড়া মানুষদের অসহায়ত্ব নাহিদকে গভীরভাবে স্পর্শ করে। সেই থেকেই অসহায় মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছেন স্বেচ্ছায়। অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে অবদান রাখছেন দেশের কল্যাণে। প্রতিষ্ঠা করেছেন সমাজকল্যাণ ও যুব উন্নয়নমূলক সংগঠন ‘স্বপ্নদ্রষ্টা’। গল্প বলতে ও লিখতে সমান পারদর্শী নাহিদ আহসান। তাই লেখক ও বক্তা হিসেবে ইতিমধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি।শত সহস্র মানুষের ভালোবাসা নিয়ে খুব সাধারণভাবে পার করে দিতে চান অনিশ্চিতায় ঘেরা একটি সুন্দর জীবন। "মায়ের নীল শাড়ি" নামক গল্পগ্রন্থ দিয়ে যাত্রা শুরু করেছেন; লিখে যেতে চান সবসময়।