Loading...
মোহাম্মদ আবুল খায়ের
লেখকের জীবনী
মোহাম্মদ আবুল খায়ের (Muhammed Abul Khair)

মােহাম্মদ আবুল খায়ের সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক সম্মান ও স্নাতকোত্তর। চতুর্দশ বিসিএস এর মাধ্যমে সরকারি কলেজে যােগদান। দেশের বিভিন্ন কলেজে কাজ করেছেন তিনি। সুফিপরিবারে জন্ম ও সে আবহে বেড়ে উঠেছেন। পরবর্তী সময়ে দীক্ষা গ্রহণ করেন সুফিধারায়। সুফিসাধনা: তত্ত্ব ও অনুশীলনের প্রমিত পাঠ' গতবছর (২০২০)। অমর একুশে গ্রন্থমেলায় বের হয়েছে। এবার (২০২১) বের হলাে ‘সুফিকোষ'। নজরুল সংগীতে নান্দনিকতা, পাশ্চাত্য। সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালােচনা পদ্ধতি, দাঁড়াও ছাত্র আমার, সমকালীন ব্যবহারিক বাংলা, হৃদরােগীদের লাইফস্টাইল তাঁর প্রকাশিত গ্রন্থ ।। মােহাম্মদ আবুল খায়ের জন্মগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়ার নরসিংসার গ্রামে।