মুহাম্মদ জাহিদ হোসাইন নিজেকে লেখকের চেয়ে পাঠক হিসেবেই পরিচয় দিতে পছন্দ করেন। তিনি মূলত থ্রিলার রহস্য উপন্যাস নিয়ে কাজ করেন। কিন্তু তার ছোটবেলার স্বপ্ন ছিলো যে তিনি একটি সামাজিক সচেতনতামূলক বই লিখবেন। তারই ধারাবাহিকতায় ২০২২ বইমেলায় প্রকাশ করেন নিজের ১ম বই "মোরাল অফ দ্যা স্টোরি"। "দন্ডভেদ" হলো জাহিদের লেখা ১ম থ্রিলার উপন্যাস এবং "রাত্রিহরণ" হলো ২য় উপন্যাস । জাহিদ মূলত সত্যের জন্য, সমাজের জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে লেখালেখি করেন। যার ফলে তার পাঠকেরা তাকে 'সত্যান্বেষী লেখক' বলে ডাকেন। পাশাপাশি অনলাইনে তিনি বিভিন্ন উৎসাহমূলক, সামাজিক সচেতনতামূলক এবং শিক্ষনীয় ভিডিও কনটেন্ট বানিয়ে থাকেন। লেখালেখির পাশাপাশি জাহিদ সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজিং এর কাজ করে থাকেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিভাগে পড়াশোনা করছেন।