মুস্তফা মনওয়ার সুজন পেশায় সাংবাদিক। নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে বাড়ি। জন্ম ১৯৭৬ সালের ৫ মার্চ। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী অধ্যাপক মোহাম্মদ হাশেম ও রওশন আরা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তৃতীয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিনি পরিসংখ্যানে অনার্স-মাস্টার্স করেন। ২০০৪ সালে যুগান্তরে সহ-সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে পেশাজীবন শুরু। পরে বাংলাদেশ প্রতিদিন, ভোরের ডাক, আলোকিত বাংলাদেশ, বাংলাদেশ জার্নাল এবং সংবাদসংস্থা বিডিলাইভ ও বাংলাটাইমসে কাজ করেন। ২০১৫ সালের ডিসেম্বরে এসএ টিভিতে যোগ দিয়ে টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত হন। এখন আছেন নিউজবাংলায়। সিনেমা ম্যাগাজিন প্রক্ষেপণ ও কবিতার কাগজ আড্ডার তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক। চোখ ফিল্ম সোসাইটির সভাপতি, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সভাপতি এবং শাবিপ্রবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একাত্তরের ডিসেম্বর (২০১৮) মুস্তফা মনওয়ার সুজনের প্রথম গ্রন্থ। বঙ্গবন্ধুর অর্থনৈতিক মতবাদ (২০১৯) তার দ্বিতীয় গ্রন্থ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেবাসভুক্ত এই গ্রন্থের দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে ২০২১ সালে।