জন্ম ১৭ আগস্ট ১৯৩২, ঢাকায়। বাংলাদেশের একজন শীর্ষ চিত্রশিল্পী। বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর কনিষ্ঠ সন্তান। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় ছিলেন। ১৯৫৪ সালে ঢাকার গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টস থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ। ফ্লোরেন্স ও প্যারিসে চিত্রকলা নিয়ে অধ্যয়ন করেন। সমাজচেতনায় উদ্দীপিত দৃষ্টিভঙ্গি তাঁর চিত্রকর্মগুলোকে করেছে স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। চিত্রশিল্পের ভুবনের বাইরেও পদচারণ ছিল সাহিত্য ও গবেষণায়। ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। চিত্রশিল্পে অবদানের জন্য তাঁকে ভূষিত করা হয়েছে একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে। প্রথমা থেকে প্রকাশিত লেখকের আরও বই ড. মুহম্মদ শহীদুল্লাহ: বাবার কাছে ফেরা। মৃত্যু ১৫ আগস্ট ২০২০।