Loading...
মোরশেদ আলম হৃদয়
লেখকের জীবনী
মোরশেদ আলম হৃদয় (Morshed Alam Readoy)

বাবা, আবুল হাসেম ও মা, ছালেহা বেগমের পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি ৫ম । ১৯৮৭সালে কুমিল্লা জেলার, লাকসাম (বর্তমানে মনােহরগঞ্জ) উপজেলা এর অন্তর্গত ভােগই গ্রামের এক মুসলিম পরিবারে জন্ম। কিশাের বয়স থেকেই বই পড়ার প্রতি যে ঝোঁক সবার দৃষ্টিতে আসে, পরে তা লেখালেখির শিল্পতে প্রকাশ পায়। সাহিত্যের প্রায় সব শাখাতেই পদচারণা । একে একে লিখে চলেছেন গান, কবিতা, উপন্যাস, ছােটগল্প, শিশুতােষ বইসহ সাহিত্যের নানা অংশে। ২০০৬ সাল থেকে লেখাসমূহ নিয়মিতভাবে প্রকাশ হতে থাকে বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিনসহ নানাভাবে। একে একে প্রকাশিত হয়েছে 'ভালােবাসাহীন পৃথিবী', 'একমুঠো সুখ' 'জলকুমারী' 'একমুঠো আলাে' কাব্যের পালকে বসন্ত' রেজাউদ্দিন স্টালিন বিকল্প বায়ােডাটার কবি নামক বইসমূহ । বাংলা সাহিত্যকে দেশ ও দেশের বাহিরে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে বর্তমান সময়ের জনপ্রিয় ও খ্যাতিমান কবি সাহিত্যিকদের নিয়ে ২০১৪ সালে গঠন হয় ‘বাংলাদেশ কবি সভা' নামক সাহিত্য সংগঠন। বর্তমানে তিনি বাংলাদেশ কবি সভা সাহিত্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বের পাশাপাশি মাসিক পত্রিকা 'জাগ্রত'- এর সম্পাদক ও বাবুই প্রকাশনীর সত্তাধীকারী।

মোরশেদ আলম হৃদয় এর বইসমূহ