মরিয়ম ইসলাম কবি ও প্রাবন্ধিক মরিয়ম ইসলাম ১৯৭১ সালের ৮ই মে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। বেড়ে উঠেছেন বরিশাল শহরে। প্রাথমিক শিক্ষা নিয়েছেন "খান হাসান প্রাইমারী স্কুল", ঢাকা কাঁঠাল বাগান থেকে। ছেলেবেলা কেটেছে কাঁঠাল বাগান আর ধানমন্ডি জিগাতলা এলাকায়। বাবা সরকারি কর্মকর্তা বাংলাদেশ এ জি অফিসের হিসাব রক্ষণ কর্মকর্তা ছিলেন। রায়ের বাজার গার্ল স্কুল থেকে এসএসসি পাশ করেন দ্বিতীয় বিভাগে। বাবার চাকরির বদলির কারণে হিজলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন দ্বিতীয় বিভাগে। পরে বরিশাল হাতেম আলী কলেজ থেকে ডিগ্রী পাশ করেন। বর্তমান নিবাস উত্তর আমেরিকার অঙ্গরাজ্য ওহায়ও। বাইশ বছরের প্রবাস জীবন সাথে স্বামী সন্তান নিয়ে সুখের সংসার জীবন। লেখকের তিনটি সন্তান, ওরা সবাই বর্তমানে ওহায়ও স্টেইট ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে। সাথে পার্টটাইম কাজও করছে তারা। তাঁর স্বামী একজন বিশিষ্ট ব্যবসায়ী আর একজন সৎ, বিশ্বস্থ ও মানুষ ভালো মানুষ। তাদের তিরিশ বছরের দাম্পত্য জীবন বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করছেন নিয়মিত। কালের প্রতিবিম্ব ম্যাগাজিনের নিয়মিত লেখক। সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের মডারেটর। প্রবন্ধ ছাড়াও কবিতা চর্চা অব্যাহত রাখছেন। অচিরেই কবিতার বই প্রকাশিত হবে। সারা জীবন সাহিত্যের সাথে থাকতে চান এই গুণী লেখক।