Loading...
মোহন রায়হান
লেখকের জীবনী
মোহন রায়হান (Mohon Raihan)

মােহন রায়হান। বাবা ফরহাদ হােসেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ‘আজাদ হিন্দ । ফৌজ’-এর সৈনিক ছিলেন। মা মাহমুদা খাতুন। সমাজসেবী। ১৯৫৬ সালের ১ আগস্ট সিরাজগঞ্জে জন্ম। ১৯৮০-৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। দ্রোহ-প্রতিবাদ, লড়াই-চেতনা, প্রেম-প্রকৃতি ও জীবনের গভীরতম অনুভূতির কবি। সমাজ বদলের আপসহীন সৈনিক বলিষ্ঠ সংগঠক। প্রাক্সিস অধ্যয়ন সমিতি, বাংলাদেশ লেখক শিবির, আবৃত্তি সংসদ, অরণি, রাখাল, বাংলাদেশ । ছাত্রলীগ, কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ-এর সাবেক সংগঠক ও নেতা। সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ-এর অন্যতম প্রতিষ্ঠাতা। অগ্নিঝরা একাত্তরে সিরাজগঞ্জে স্থাপিত ‘জয় বাংলা বেতার কেন্দ্র’-এর কবি। কবিতাপত্র দিকচিহ্ন ও “সাপ্তাহিক দিকচিহ্ন'-এর সম্পাদক। বাংলাদেশে বিনা অপারেশনে ‘হৃদরােগ থেকে মুক্তি এবং “বিনা তেলে রান্না আন্দোলনের পথিকৃৎ। সাওল হার্ট সেন্টার (বি.ডি.) লিমিটেড-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। মােহন রায়হান স্বৈরাচার ও সামরিক দুঃশাসনের শেকড় উপড়াতে বারবার জেল-জুলুম নির্যাতন সয়েছেন, দাঁড়িয়েছেন সামরিক আদালতের কাঠগড়ায়। তিনি ভারত, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, মালয়েশিয়া, ইরান প্রভৃতি দেশে কবিতাপাঠ ও রাজনৈতিক সেমিনারে অংশগ্রহণ করেন।