Loading...
মোহাম্মদ শাহজাহান
লেখকের জীবনী
মোহাম্মদ শাহজাহান (Mohammod Shahjahan)

কবি মোহাম্মদ শাহ্জাহান কিশোরগঞ্জ (তৎকালিন ময়মনসিংহ) জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নাধীন চর তের টেকিয়া গ্রামে এক মধ্যবিত্ত শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা একে আহমদ আলী এবং মাতা রহিমা খাতুনের সাত সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। পেশায় ইঞ্জিনিয়ার। কর্মজীবনে বিএডিসি, পিডব্লিউডি এবং এলজিইডি-তে চাকুরী করেছেন। বর্তমানে অবসরজীবন যাপন করছেন। অবসরজীবনে তিনি কবিতা লেখা শুরু করেন। বাল্যকাল থেকেই তিনি প্রকৃতিকে ভালোবাসতেন এবং একজন বৃক্ষপ্রেমী মানুষ হিসাবে অনেকের কাছেই পরিচিত। ছাত্রজীবনে মেধাবী ছাত্র হিসাবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যথেষ্ট খ্যাতি অর্জন করেন। পঞ্চম ও অষ্টম শ্রেনীতে যথাক্রমে কিশোরগঞ্জ মহকুমায় প্রথম গ্রেডে প্রথম এবং ময়মনসিংহ জেলায় রেসিডেন্সিয়াল স্কলারশিপে ষষ্ঠ স্হান অধিকার করেন। তিনি দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জনক।

মোহাম্মদ শাহজাহান এর বইসমূহ