Md. Afzal Hossain- মুক্তিযোদ্ধা, চা বিশেষজ্ঞ ও টি প্লান্টার। জন্ম ১৯৪৯ সালে, বরিশাল জেলায়। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) থেকে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি ডিগ্রি লাভ করেন। পরে ১৯৮৯ সালে ব্রিটেন থেকে প্লান্টেশন ও লেবার ম্যানেজমেন্ট এবং ২০০৭ সালে ইন্ডিয়ার “নীলগিরি কোটারি এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট সেন্টার” থেকে প্লানটেশন ম্যানেজমেন্টের উপর ডিপ্লোমা নেন। ১৯৭৪ সালের ব্রিটিশ কোম্পানি “ডানকান ব্রাদার্স”-এর চান্দপুর চা বাগানে সহ-ব্যবস্থাপক হিসাবে যোগদান করেন। তারপর ডানকান ব্রাদার্সের প্রায় সকল চা বাগানে কমবেশী কাজ করেছেন। যার মধ্যে চাতলাপুর, করিমপুর, আলীনগর ও মাজদিহি চা বাগানে ম্যানেজার হিসাবে দীর্ঘ ১৮ বৎসর কাজ করেছেন। তিনি চা বাগানের উন্নতিকল্পে বাংলাদেশ চা সংসদের সিলেট শাখার চেয়ারম্যান হিসাবে গুরুত্বপর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে অক্সিডেন্টাল অয়েল কোম্পানিতে কমিউনিটি রিলেশন ম্যানেজার হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি জেনারেল ম্যানেজার হিসাবে ট্রান্সকম কোম্পানি ও পলিমার এগ্রো-ইন্ডাস্ট্রিজ-এর চা বাগানগুলোর সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। বর্তমানে “দারিদ্র্য বিমোচনে চা আবাদ”-এর পথিকৃৎ তেঁতুলিয়া টি কোম্পানির জন্মলগ্ন থেকে (১৯৯৯) ফাউন্ডার ডাইরেক্টর হিসাবে কাজ করছেন।