Loading...
মফিদা বেগম
লেখকের জীবনী
মফিদা বেগম (Mofida Begum)

মফিদা বেগম নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নারী ও শিশু উন্নয়ন পরিষদের একজন সদস্য। তিনি বেসরকারি সংগঠনের উন্নয়ন সংগঠক হিসেবে কর্মজীবন শুরু করলেও দীর্ঘদিন কুড়িগ্রাম জেলার চিলমারী ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন। তিনি নারী উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রাম জেলায় তাঁর প্রতিষ্ঠিত সংস্থা ‘দেবালয় নারী উন্নয়ন সংস্থা’ এ নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি গবেষণামূলক কাজে যুক্ত আছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রী অজর্ন করেন। ২০০৩ সালে একই বিশ্ববিদ্যালয় হতে ‘বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ (১৯৪৯—১৯৯৮) : একটি পর্যালোচনা’ শীর্ষক থিসিস রচনার জন্য এমফিল ডিগ্রী অজর্ন করেন। তাঁর গ্রন্থ আওয়ামী লীগ রাজনীতিতে নারী নেতৃত্ব (১৯৪৯Ñ২০০৯) ২০১০ সালে হাক্কানী পাবলিসার্শ হতে প্রকাশিত হয়েছে। গ্রন্থখানি রাজশাহী বিশ্ববিদ্যালয় এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রেফারেন্স গ্রন্থ হিসাবে পাঠ্য। মফিদা বেগম গবেষণামূলক গ্রন্থ ‘স্বাধীনতা যুদ্ধে বাংলার নারী’ এর যৌথ লেখক। গ্রন্থ রচনা ছাড়াও তিনি সরকারী ও বেসরকারী বিভিন্নপ্রতিষ্ঠান কতৃর্ক প্রকাশিত প্রকাশনার নিয়মিত প্রবন্ধ লেখক।