Loading...
মেহবুব আহমেদ
লেখকের জীবনী
মেহবুব আহমেদ (Mehebub Ahmed)

মেহবুব আহমেদ দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। পাশাপাশি শিল্প-সাহিত্য চর্চাও অব্যাহত রেখেছেন। বিভিন্ন পত্রিকায় গবেষনাধর্মী প্রবন্ধ লিখেছেন ভাস্কর নভেরা আহমেদ ও পাশ্চাত্যের বেশ কয়েকজন আধুনিক শিল্পীকে নিয়ে তাদের শিল্পভাবনাকে যথাযথভাবে অনুধাবন করার প্রচেষ্টায়। অনুবাদও করছেন দীর্ঘদিন থেকেই। তাঁর অনুদিত হাের্হে লুইস। বাের্হেস-এর ডক্টর ব্রডির প্রতিবেদন ও অন্যান্য গল্প, লাতিন আমেরিকার ছােটগল্প ও ভিনসেন্ট ভেন গগ-এর চিঠি বােদ্ধা পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে।