Loading...
শফিকুল ইসলাম ভূঞা
লেখকের জীবনী
শফিকুল ইসলাম ভূঞা (Md. Shofikul Islam Bhuiyan)

ময়মনসিংহ জেলার কেওয়াটখালী ওয়াপদা পাওয়ার হাউজ রোড এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সফিকুল ইসলাম ভূঁইয়ার জন্ম। তার পিতা মো. নজরুল ইসলাম ভূঁইয়া স্থানীয় সর্বজন মান্য প্রভাবশালী ব্যক্তি। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার পদ থেকে অবসর গ্রহণ করেন। লেখক মুজাহিদ ইবনে শফিক ও আফিফা বিনতে শফিক নামের দুই সন্তানের গর্বিত জনক। তিনি বর্তমানে জামেয়া কাসেমিয়া নরসিংদীতে বাংলা বিভাগে সিনিয়র সহকারী অধ্যাপক পদে নিয়োজিত আছেন। শিক্ষা জীবনে তিনি ছিলেন ধৈর্যশীল, সহিষ্ণু, সর্বোপুরি সত্যভাষী ও মেধাবী। তিনি ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি পান এবং ১৯৮০ সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল থেকে এস. এস. সি পাশ করেন। তবে তার শিক্ষা জীবনের একাংশ কেটেছে রংপুর ক্যাডেট কলেজে। ১৯৮৭ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. অনার্স (বাংলা) এবং ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. (বাংলা) পাশ করেন।