রকিবুল হাসান পাবনা জেলার সুজানগর উপজেলায় জন্মগ্রহণ করেন৷ ছেলেবেলা থেকেই সাহিত্য ও সংগীতের প্রতি তার গভীর টান দেখা যায় ৷ স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে কবিতা আবৃত্তি ও গানে অংশ নিতে দেখা যেতো ৷ শৈশব থেকেই মৌখিক গল্প ও ছড়া বানিয়ে সহপাঠী বন্ধুদের শোনাতো । তারই ধারাবাহিকতায় ২০০৭ সালে ইসলামিক গান ও কবিতা লেখার মাধ্যমে লেখালেখির হাতেখড়ি হয় ৷ রকিবুল হাসানের কবিতা গল্পে মুলত দেশের আপামর জনতার হাসি, কান্না,চাল-চলন প্রতিফলিত হয় ৷ এছাড়াও তিনি প্রেম,বিরহ,সামাজিক পরিস্থিতি নিয়ে নিয়মিত লিখে যাচ্ছেন ৷ কবির গল্প ও কবিতায় আমরা প্রেমের আভাস পেলেও কবি বাস্তবতা নিয়ে লিখতেই বেশি সাচ্ছন্দ্যবোধ করেন ৷ রকিবুল হাসান কবি হিসেবে আত্মপ্রকাশ করার আগেই গীতিকার হিসেবে নিজেকে প্রকাশ করেছেন৷ উল্লেখ্য যে বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর তার লেখা ❝তুই ছাড়া সবই ভুল❞ গানে কণ্ঠ দিয়েছেন৷ বিভিন্ন পত্র পত্রিকাসহ অনলাইন মাধ্যমে বেশ কয়েক বছর ধরে লিখছেন । প্রকাশিত গ্রন্থসমূহ : কাব্যগ্রন্থ : ১ | গোধূলি মায়া ২ | সবই শূন্য তবুও মায়া ৩ | মায়ার মরীচিকা গল্পগ্রন্থ : ১ | শেষাংশ