১৯৭৫ সালের ১১ই মার্চ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে কবি জন্মগ্রহণ করেন। জীবনের তাগিদে১৯৯৯সালে প্রবাস জীবনে পাড়ি দেন। কর্মময় ব্যস্ত জীবনে যেন কাজ ছাড়া আর কিছুই নেই। প্রায় দুই যুগের মত প্রবাস জীবনে কর্মময় জীবন। কর্মময় ব্যস্ত জীবনে বই লিখা বই পড়ার সময় যেন নেই। করোনা যখন পৃথিবীকে গ্রাস করল যখন মানুষ কর্ম হারাতে শুরু করল কাজ কর্ম কমে গেল তখনই একাকীত্ব নিঃসঙ্গতা কবিকে লিখতে অনুপ্রেরণা দিল। লিখতে লিখতে বই ছাপানোর আগ্রহ হৃদয়ে জেগে উঠলো। লম্বা সময় ধরে প্রবাসে থাকায় দেশের কিছুই যেন জানেনা বুঝেনা। কোন প্রকাশনা, বই ছাপানো, বই মেলার কোন অভিজ্ঞতাই নেই। কিন্তু হৃদয় আকুল হয়ে আছে লেখা বই প্রকাশ করতে। গুগলে সন্ধান করতে করতে পেয়ে গেলো জলছবি প্রকাশনার প্রকাশক নাসির আহমেদ কাবুল ভাইকে। তার সম্পাদনায় ২০২২ সালে অমর একুশে বইমেলা জলছবি প্রকাশনা স্টল থেকে কবি রবিউল আলম মুকুলের প্রথম প্রকাশ হে রব! আমি ক্ষমাপ্রার্থী প্রকাশিত হয়। ১১৪ টা কবিতা নিয়ে তার এই কাব্যগ্রন্থটি। কবি বলেন, সুখ-দুঃখ, আশা ভালবাসা, সার্বিক পরিস্থিতি ও কোরআন হাদিসের সমন্বয়ে চিন্তা চেতনাকে জাগ্রত করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমার এই কাব্যগ্রন্থটি লিখা। ২০২৩ সালে কবি রবিউল আলম মুকুলের আরো দুটি বই প্রকাশিত হচ্ছে। জলছবি প্রকাশনা থেকে কাব্যগ্রন্থ "ত্যাগ" ৮১টি কবিতা নিয়ে এবং প্রবন্ধ ইসলামের আকিদা ও মোনাজাত প্রকাশিত হবে। ৩০টি অনুচ্ছেদ ও ৩০ টি মোনাজাত নিয়ে বিধাতার কাছে ক্ষমা প্রার্থনার আকুতি মিনতি নিয়েই এই প্রবন্ধটি লেখা। এবং ত্যাগ কাব্যগ্রন্থে সত্য ও বাস্তবতাকে কবি তুলে ধরেছেন তার কবিতার মাধ্যমে।