১৯৪৯ সালে ম্যাট্রিক পাস করে ভর্তি হন চট্টগ্রাম কলেজে। যােগ দেন কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনে। চট্টগ্রামে ছাত্র ফেডারেশনের এক সভায় বক্তৃতারত অবস্থায় ১৯৫০ সালে গ্রেফতার হয়ে বিনা বিচারে টান চারবছর কারাভােগ করে ১৯৫৪ সালে প্রদেশের যুক্তফ্রন্ট সরকারের শাসনামলে মুক্তিলাভ করেন। ১৯৫১ সালে রাজশাহী জেল থেকে পরীক্ষা দিয়ে আইএ পাস করে মুক্তিলাভের পর ঢাকার জগন্নাথ কলেজের নৈশ বিভাগ থেকে ১৯৫৫ সালে বিএ পাস করেন। অল্প কিছুদিন একটি স্কুলে শিক্ষকতার পর সহকারি সম্পাদকের পদে যােগ দেন দৈনিক সংবাদে। দৈনিক সংবাদের সম্পাদকীয় তিনিই লিখতেন। দেখতেন সাহিত্য পাতাও। ১৯৫৫ থেকে ১৯৫৮ মাত্র এই চার বছরই নিরবচ্ছিন্নভাবে সক্রিয় ছিলেন সাহিত্য রচনায়। ১৯৫৮ সালের শেষের দিকে তাঁর মানসিক সংকট দেখা দেয়। পাবনার মানসিক হাসপাতালে নেয়া হলেও আর স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব হয় নি। আমৃত্যু, পাগলের খ্যাতি নিয়েই বেঁচে ছিলেন। ১৯৭১ সালের ৩১ মার্চ সকালে দৈনিক সংবাদের স্থায়ী বাসিন্দা শহীদ সাবের পাকিস্তানি হানাদারদের বংশালের সংবাদ অফিসে দেয়া আগুনে পুড়ে মারা যান। তাঁর শব। শনাক্ত এবং সকারের উপায় ছিল না। চট্টগ্রাম জেলে থাকা সময়ে লেখা রােজনামচা ‘আরেক দুনিয়া থেকে গােপনে পাচার হয়ে কলকাতার মাসিক নতুন সাহিত্যে চৈত্র ১৩৫৭ সংখ্যায় ছদ্মনামে প্রকাশিত হয়। তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল। গল্পগ্রন্থ এক টুকরাে মেঘ, কিশােরগ্রন্থ ক্ষুদে গােয়েন্দার অভিযান এবং অনুবাদগ্রন্থ কালাে মেয়ের স্বপ্ন। স্বাধীনতার পর ১৯৭২ সালে ছােট গল্পে তাঁকে বাংলা একাডেমী মরণােত্তর পুরস্কার প্রদান করেন।