জন্ম ১৪ জানুয়ারি ১৯৮৩ লালমনিরহাট। চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের এক প্রাণিত পরিবেশে সম্পূর্ণ হয় তার স্কুল পর্যায়ের পুরো পড়াশুনা। তিনি লালমনিরহাট সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্বের উচ্চতর পাঠ গ্রহণ করেন বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ‘নজরুল ও জীবনানন্দের কবিতায় পুরাণ ও চিত্রকল্প’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। জেলা শহরের প্রকৃতিতে স্বতঃস্ফূর্তভাবে বেড়ে ওঠা এবং বিজ্ঞান, বাণিজ্য ও কলায় অত্যন্ত কৃতিত্বের সঙ্গে পাঠ নেয়া মাওলা প্রিন্স একজন কবি, প্রাবন্ধিক ও গবেষক। পেশায় অধ্যাপক। তিনি ০১ এপ্রিল ২০০৭ সালে বাংলা বিভাগ, এশিয়ান ইউনিভার্সিটিতে প্রভাষক পদে যোগদানের মধ্য দিয়ে অধ্যাপনা শুরু করেন। ০১ এপ্রিল ২০০৮ সাল থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিযুক্ত রয়েছেন। মাওলা প্রিন্সের তত্তাবধানে এখন পর্যন্ত স্নাতক পর্যায়ে ২টি এবং স্নাতকোত্তর পর্যায়ে ৭টি গুরুত্বপূর্ণ থিসিস সম্পন্ন হয়েছে। তার প্রকাশিত কাব্যগ্রন্থ : নিশীথপ্রদীপে শঙ্খঝিনুকের চাষ (২০১৩), দিবারাত্রি প্রেমকাব্য (২০১৪), সব ঠিক, ঠিক কি, ঠিকটা কী (২০১৯) ও আবার বছর কুড়ি পর (২০২০)। প্রবন্ধগ্রন্থ : কালোত্তরের প্রতিশ্রুতি : প্রসঙ্গ সাহিত্য (২০০৯), রশীদ করীমের উপন্যাস : বিষয়বৈভব ও শিল্পরূপ (২০১৪), অনুধ্যানে নজরুল (২০১৭) ও কথাসাহিত্য পাঠ ও রূপতাত্তিক বিশ্লেষণ (২০১৯)। অভিধানগ্রন্থ : নজরুল পৌরাণিক অভিধান (২০২০)। প্রকাশযোগ্যগ্রন্থ : নজরুল ও জীবনানন্দের কবিতায় পুরাণ ও চিত্রকল্প।